কৃষক (31/05/2012)

আমরা কৃষক ভাই
          আমরা কর্ম করে খাই।  
ঘাম ঝরিয়ে ফসল ফলিয়ে
   সকলের অন্ন জগাই।।

আমরা কৃষক ভাই
          আমরা মাঠে -ঘাটে যাই।
মাঠেতে কষন করে
বীজ বপন করে
          সোনার ফসল ফলাই।।

আমরা কৃষক ভাই,
এত কিছু ফসল ফলিয়ে
দুঃখ দারিদ্রতা কেন যে
                       দংশাই।।

আমরা কৃষক ভাই,
            আমরা শিল্পকলা চাই।
তবে একটা কথা সকালেরি
                        মনেরাখা চাই।
ভালো জমিতে শিল্প হলে,
                  অন্ন কোথায় পাই।।