প্রত্যাখ্যানের বোঝা বয়ে-
ব্যাকওয়াসগুলো ফিরে যায় মাঝসমুদ্রে।
তটভূমিতে তখনও লেগে থাকে,
প্রীয়া বিহনের ব্যথা।
ভাটার টানে মোহনায় গিয়েছিলাম-
প্রীয়ার সন্ধানে।
সোয়াস,ব্যাকওয়াসের সাথে-
গোপন আলাপচারিতায়,
জানতে পেরেছি বেলাভূমি সৃষ্টির রহস্য। নুড়ি,কাঁকর,পলি,বালিতে
চাপা পড়ে আছে-
অভিমানী প্রীয়ার এলোকেশ।
বারবার সম্পর্কবীণায় বেজে ওঠে
সপ্তসুরের সুরাঞ্জলী।
খোঁজ পাই আর নাই বা পাই,
তবুও তাকে খুঁজি-
সৈকতে হারিয়ে যাওয়া
ঢেউয়ের কিনারে কিনারে।