রাতের আঁধার যখন ছুটি নেয়,
ভোরের সূর্য তখন-
শুনিয়ে যায় অমৃতবাণী।
ব্যকুল সময় ঠোঁটে ঠোঁট চেপে,
রোমন্থন করে সম্পর্কগাথা।
আনকোরা হিসেবের-
শুরু আর শেষ হয় শূন্য দিয়েই।
রাত জাগা প্যাঁচা জানে,
সূর্যের আলোতে তার নেই অধিকার।
বীজের মধ্যে লুকিয়ে থাকে -
আগামীর আহ্বান।
পাখির বাসাতেও লুকিয়ে থাকে,
এক ঝাঁক স্বপ্ন।
তবুও ঘুড়ি হয়ে উড়তে উড়তে
ভোকাট্টা হতেই হয় একদিন।