কত কাল হলো কবিতা লিখি না
কত রাত গেল আমার করে তোমাকে ভাবি না
নিশুতি রাতে জোছনার পথ ধরে হাঁটতে হাঁটতে
ক্লান্তি আসে না, হই না ক্ষুধার্ত
কবিতা লিখতে বসলে মনে হয়
সব লেখায় লেখা হয়ে গেছে
অলেখা কিছুই নেই
খেটে খাওয়া মানুষগুলোর কথা লিখতে চাই
কলম চলে না, কেঁপে ওঠে হাত
কতকাল গেল কবিতা লিখি না
কত রাত গেল আমার করে তোমাকে ভাবি না
ক্যালেন্ডারের লাল তারিখের মত
কবিতা এখন ছুটিতে ব্যস্ত
দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে ভোর হলে
কুয়াশার মতো ঝাপসা স্বপ্নেরা
কাছে আছে বটে
তবে দ্রুতগতি সম্পন্ন যানের গতিময়তায়
সবই শেষ হয় কয়েক মুহূর্তে
পড়ে থাকে একটা লাশ
কবিতা যাপন এখানেই হয় শেষ।