গতানুগতিক কাটছে দিনকাল,
সকালের সূর্যটা লাগে ভালো;
দুপুর গড়িয়ে সন্ধ্যে হলে
অন্ধকারে ডোবে শীতল আলো।
মাঝে পড়ন্ত বিকালবেলা
কবি মনগুলো জ্বলে ওঠে বর্ণমালায়,
আনমনা উদাসী ভাবনার ঢেউগুলো
আছড়ে পড়ে বালির বাঁধের মতন,
ক্ষুদ্র জীবন এগিয়ে চলে
চড়াই উড়াই পথে,
যদিও সবাই বন্দি সময়ের স্রোতে;
শূন্য হাতে এসে শূন্যতায় মিশে যাই।
পড়েই থাকে পার্থিব কিছু অমূল্য রতন।
তবু ভালোবাসা হয়!
ক্ষণিক ভালো থাকার জন্য।
হিসাবের খাতায় অজস্র গড়মিল
হিজিবিজি শুধুই কাটাকুটি!
২১শ শতাব্দীর ২৩ তম বছরটা
পেরিয়ে এলাম কত প্রতিদানে
তার খতিয়ান কতটুকু মনে রাখি!
🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆