অন্ধগোড়ামী আর স্বৈরাচারিতা
পশুর মতোই অজ্ঞান,
এই বিশ্বভূবণে সব কিছুতেই
নিহিত শুধুই বিজ্ঞান।
তবুও আজও অবুঝের মতো
ধর্মের দোহাই দিয়ে
মাথার ওপর পৌরহিত্যের শাষণ
রাখে অলৌকিকতায় ভুলিয়ে।
মাটির নির্যাসে প্রাণের স্পন্দন
অভুক্ত অতৃপ্তি আছে,
পবিত্র মাতৃদুগ্ধের মতোই
কোটি জীবন বাঁচে।
ক্ষুদ্র থেকে বৃহত্তর জীবন সৃষ্টি
অনু-পরমাণুর জন্য,
চিরন্তন সত্য সুন্দর যাকিছু
প্রাকৃতিক বিশুদ্ধতায় ধন্য।
মানুষের কারনে কখনো যেন
নাহয় কারো মরণ,
আনন্দ খুশী ভালোবাসাতেই  হোক
সার্থক মানব জীবন।

  **************