এমনটা যদি শেষ পরিণতি হয়,
কি দরকার একে অপরের মেহমান,
আতিথেয়তায় পরিচয়।
জন্মগত পরিচয় ছিল একদিন ভাই বোনে,
স্বার্থপর সময়ের স্রোতে সম্পর্কচ্ছেদ টানে।
পিতামাতা সন্তান
কোথায় নাড়ীর টান!
টাকা, সম্পদ, জমিজমা,
জন্মস্থান ও ভিটেমাটি।
এই নিয়েই যত দম্ভ লাঠালাঠি!
বড়ই অদ্ভুত জীবন!
আমৃত্যু কিসের জন্য এত তর্জন গর্জন?
সম্পর্ক মৃদু হেসে কয়-
কেন আমায় নিয়ে করো
এত নাটকীয় ছেলেখেলা!
জীবন অন্তিমে কপাল ঠুকে!
কেন বলো এসবই মায়ার খেলা!

রচনাকাল : 14/04/2025
বহড়ু, জয়নগর