অর্থ সম্পদের হয় প্রয়োজন,
সৎ পরিশ্রম প্রাপ্তির।
শারীরিক ব্যাধীর আছে ঔষধ
নাহি মানসিক শান্তির।।
জড়ের মধ্যেই প্রাণ লুকানো
যদি'না পার জানতে।
মৃত্তিকাতেই দেহের অবলুপ্তি
একথাই হবে মানতে।।
কর্মই তোমাকে উন্নত করবে
যদি হয়’তা মানবিক।
শিক্ষা তোমায় সংস্কার দেবে
যদি হয়’তা আধুনিক।।
লোভ ইর্সা ধ্বংসের ইঙ্গিত
একথা যদিও জানি।
বাস্তব জীবনে আমরা কজনই
কতটুকুই’বা মানি।।
সবাই আমরা শিক্ষিত জ্ঞানী
কিন্তু মানুষ কয়জন!
মানুষের দুর্দিনে মানুষের পাশে
থাকে কোন জন?
রাত্রি অবসানে শুভ প্রত্যুষ,
এসো’না মুছে ফেলি।
ইর্সা,হিংসা,রক্তক্ষয় ছেড়ে
মানবিকতার পথে চলি।।
**********
🙏