বিশ্বাস আর ভালোবাসার কথা
কোনো অপার্থিব নয়
আজ বাস্তবের মুখোমুখিতে
এটাই সত্যি মনে হয়!
মেকি সম্পর্কই অভিনয় করে
বাঁচিয়ে রাখতে হয়,
বদনাম হবে সমাজের চোখে
এযে মানসিক অবক্ষয়।
চিন্তার পাহাড়ে জমছে হতাশা
অহংকারের তরি বেয়ে
হিংস্রতায় মন কষাকষি চলে
সততা পড়েছে ঘুমিয়ে।
যত পরিবার সব পরিজন
পাশাপাশি যদিও থাকে
বিপদে আপদে কেহ কাহারও
কতটুকু মনে রাখে!
উপকারী মন প্রতিদান চায়
দাঁড়িপাল্লায় মাপকাঠি
কখনো ভাবোকি চোখে মুখেও
ফোটে সেই প্রতিবিম্বটি।
*************