যে জিনিসটা আমার নয়
তাকে আঁকড়ে ধরি।
যাকিছু আমাার মঙ্গল নয়
তাকেই হজম করি।।
সহজ সরল সোজা কথা
ঘুরিয়ে যত বলি।
সমস্যায় ভরা মুহূর্ত গুলো
বাড়িয়ে ততই তুলি।।
যেজন আমায় হিংসা করে
তাকেই ভুল বুঝি।
যেজন আমায় সত্যি বোঝে
তারই ত্রুটি খুঁজি।।
মনটাই মোদের শরীর চালায়
মনকেই কষ্ট দিই।
মনের শান্তি খুঁজতে গিয়ে
বিষ্ঠা মুখে নিই।।
নিজেকে ভালো রাখতে গিয়ে
সুরুপের হাতটি ধরি।
কেযে আমাায় রাখবে ভালো
নাজেনেই ভুল করি।।
-------------