বিচিত্র মানুষের মনের সমীকরণ
সবকিছুর সঠিক সংজ্ঞা আছে
কিন্তু
মানব চরিত্র বড়ই জটিল
তাৎপর্যপূর্ণ,
এই প্রাণীটির সমীকরণের
সমাধান প্রায় অসম্ভব।
এরা স্বভাবে কখনও ভীষণ সরল,
কখনও অতীব জটিল।
এরা যেমন ভালোবাসার কাঙাল,
আবার হিংস্রতা আর বর্বরতায় তেমনই
সমস্ত প্রানী অপেক্ষা শ্রেষ্ঠ।
এমন কোনো মহৎ কাজ নেই -
যা এই মানুষের দ্বারা সম্ভব হয় না,
এমন কোনো কুকর্ম নেই যে
এই মানুষ পারে না।
রাস্তার পাশে ১০০টাকা পড়ে থাকতে দেখলে
যে কেউ পকেটে রেখে দেবে,
আবার কেউ ৫ লাখ টাকা ব্যাগ সমেত
কুড়িয়ে পেলে যথা স্থানে পৌঁছেও দিয়ে আসবে।
পারিশ্রমিকের প্রত্যাশা না করে।
এএক বিচিত্র স্বভাব মানুষের!
আবার পরচর্চা পরনিন্দা আলোচনা তো
মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার।
এই বিষ বাষ্পীভূত হয়ে
যখন ছড়িয়ে পড়ে অন্দরমহলে,
তখনই ঘটে যত অঘটন।
বিনোদন জগতের বেশ কিছু সিরিয়াল
মনুষ্য সমাজে দারুণ ভাবে কু-প্রভাবিত করে,
সেকথা অনস্বীকার্য।
সময়ের সাথে তাল মিলিয়ে
মনুষ্য সভ্যতা এগিয়ে চললেও
মন ও মানসিকতার পরিবর্তনে
উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বড়ই অভাব।
তাই আজকের দিন মানুষ
যতই আধুনিকীকরণ হোক না কেন
উন্নত জ্ঞান চর্চা ও মানসিকতার
সঠিক সমীকরণ
সকল শিক্ষাঙ্গনে সমাধান না হলে
সভ্যতার অধঃপতন অনিবার্য।।
################