এই পৃথিবীর বুকে
কত কোটি কোটি প্রাণ
কত জীবন্ত জীবনের স্পন্দন!
কত বৈচিত্র্য কত পার্থক্য
কারোর সাথে কারোর নেই কোনো
বাহ্যিক সাদৃশ্য ;
কিন্তু আছে একটা মিল-
সেটা হলো জীবন,
বেঁচে থাকার জন্য
নিঃশ্বাস-প্রশ্বাস জল আলো বাতাস।
সকলেরই খুবই দরকার
যেটা পৃথিবীর বুকে প্রকৃতির কোলে
সযত্নে রয়েছে।
কিন্তু মানুষ ছাড়া সবাই
সুশৃংখলের মধ্যে দিয়ে
জীবন অতিবাহিত করে।
কিন্তু মানুষের মনেই ঘনীভূত হয়
অতিরিক্ত প্রত্যাশার চাহিদা!
ফলে অন্যের কাছ থেকে
ছিনিয়ে নেওয়ার মানসিকতার জন্ম হয়।
ক্ষমতা,লোভ ও লালসাকে
প্রাধান্য দিতে গিয়ে ভুলে যায়
জীবনের বাস্তব যোগ বিয়োগের অঙ্কটা,
তার ফলে ঘটে যত অঘটন।
সহজ সরল সোজা রাস্তায়
হাঁটতে চায় না সহজ সরল মনে।
এই সহজ সত্যটাকে বুঝতেই পেরিয়ে যায়
জীবনের মূল্যবান মুহূর্তগুলো।
আমরা জীব শ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ
কবে হব মানুষের মত মানুষ!
*************