মানুষের আজ লজ্জা নেই
অন্যায় দেখেও চুপ
আমাদের শিক্ষাও আজ অসম্পূর্ণ
সববুঝেও মুখে কুলুপ।
কি নিদারুণ ঘৃণিত নিরংশতা
মানুষ মানুষের সাথে
এতো অত্যাধুনিকতার মাঝেও
প্রকাশ্যে মানুষের হাতে।
যে দেশের জনপ্রতিনিধি অবিবেচক
সেদেশর উন্নতি অসম্ভব,
যেদেশের রাজনীতি অর্থে মূল্যায়ন
সেদেশেই হত্যালীলা সম্ভব।
অযোগ্য অপরাধী ব্যক্তির সমর্থনে
আইন কেন শৃঙ্খলিত
মিথ্যা অযৌক্তিকতায় তর্কবিদ
সর্বদাই কেন পক্ষপাতিত্ব।
সত্যতা বড়ই কঠিন শব্দ
যার বহনকারী অতিনগণ্য
শঠতা প্রকাশ্যেই বর্বরতা চালায়
শুধুই ব্যাক্তিস্বার্থের জন্য।
আমাদের বাগস্বাধীনতা জীবিত আছেকি?
কোথায় সুদৃঢ় প্রতিবাদ
প্রতিদিন কত অসহায় লাঞ্ছিত
শুধুই খবরের সংবাদ!
......... ...............
..........................