সোজা রাস্তা মসৃণ জীবন
চলতেই পারে না,
শুধুই আলো অন্ধকার নেই
ভাবতেই পারি না!
হাত বাড়ালেই সব পেলেও
কতটুকু সুখ পাও?
যন্ত্রনা পর তৃপ্তির নিঃশ্বাসে
যে স্বর্গসুখ পাও।
মানুষের জন্য মানুষ লড়ছে
কজন দেখতে পাও?
আত্মজ সুখে প্রলভণ ছলে
সম্পর্ক কেন পাতাও!
ঘৃণিত বচনে লজ্জিত আমি
আমরা মানব জাতি!
শাণিত জ্বিহবা ছুরির মতন
দন্দে মাতামাতি।
এযে দুঃসহ কঠিন পাথর
গভীরে বসে গেছে,
কত শতাব্দীর মসৃণ পথ
কুসংস্কারে মোড়া আছে!
সরাতে হবে সেই জঞ্জাল
যতটুকু বেঁচে আছে।

**********
        🙏