বেঁচে থাকার জন্য মিথ্যে লড়াই,
সবাই করছে আমিও করছি!
বাঁচার জন্য সবাই ছুটছে
কেউবা ছুটছে প্রাইভেট গাড়িতে,
কেউবা ছুটছে গাদাগাদি ভীড়ে;
আমিও ছুটছি মনের জোরে
ওদের সাথেই একই পথে,
আলো জ্বালাতে গহীন নীড়ে।
সবাই জানে আসল সত্য!
সম্মুখে আলো পিছনে অন্ধকার
মিথ্যে আশাতেই কেবল ছুটছি,
আলোর পথটা কখনো হারায়
বিশ্বাস  রাখি জোনাকির কায়ায়!
আশা আকাঙ্ক্ষা স্বপ্নের ঘরে
কে যেন দুর্ভেদ্য তালা ঝুলিয়ে ধরে।
প্রাচুর্যের সম্পদ নাড়াচাড়া করেও
তবুও থেকেছি মনে অভুক্ত !
যারা বুদ্ধিমান ক্ষমতার লোভে
ওদের স্বার্থে আমাদের কোনঠাসা করে !
আমি ওদের ছলাকলা বুঝি--
তাই নিঃশব্দে মনে মনে শুধু হেসেছি
আর গুমরে গুমরে থেকেছি।
-------------------------