কবিগুরু তুমি জীবিত আছো
নব তারুণ্যর মাঝে,
বিশ্ব জগৎ তোমার সৃষ্টিতে
প্রাণের প্রেরণা খোঁজে।
দুঃখ সুখে তোমার কৃষ্টি
বট বৃক্ষের মতো!
তোমার আলোয় ধন্য মানুষ
রবির কিরণে যতো।
২২শে শ্রাবণ তোমারতো পুনর্জন্ম
মৃত্যু তোমার ভৃত্য!
কত মানবের হৃদয় অলিন্দে
করেছো তারে দাসত্ব।
ধন্য আমি জন্মেছি যেদেশে
সেইদেশে তব জন্মটি,
আজ প্রভাতে স্মরণীয় দিনে
তোমায় প্রনাম শতকেটি।
           🙏
  🌾🍀🌻🌻🍀🌾
(আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি স্বপন গায়েনের অনবদ্য কাব্যসৃষ্টিকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাঁরই অনুপ্রেরণায় আজকের আমার এই ক্ষুদ্র প্রয়াস।)