ব্যস্ত শহর কলকাতা!
চারিদিকে অসংখ্য যানবাহন
কর্মব্যস্ততার প্রতিচ্ছবি।
সারাদিনের শেষে ক্লান্ত প্রকৃতি ক্লান্ত মানুষ।
সূর্য ডুবে গেছে আধো অন্ধকারে,
বিকেল গড়িয়ে সন্ধ্যে--
চারিদিকে অসংখ্য আলোর বন্যা।
ল্যাম্পপোস্টের ঝলমলে আলোগুলো
জ্বলে উঠেছে আবার।
কর্মমুখরী কলকাতাকে দেখে
যেন মনে হয় বিষন্নতায় ধুঁকছে।
পথ চলতি যুবক
সিগারেটের ধোঁয়ায় মশগুল।
ফুটপাতে বসেছে নিত্য পণ্যের হাজারো পসরা। দিনশেষের উপার্জনের তহবিল পূর্ণতা প্রাপ্তি
প্রত্যাশায় ছেলেটা-
চিৎকার করে হাঁকছে নিরন্তন।
নিয়ে যান বাবু নিয়ে যান,
অনেক কম দাম।
ক্রমশই রাত্রি গভীর হয়,
জনকোলাহল শান্ত হয়,
অসহায় কত নিরাশ্রয়
আশ্রয় নেয় ফুটপাতের অজস্র আনাচে কানাচে।
আর সুদৃশ্য রাজকীয় প্রাসাদে বসে
কৃত্রিম আনন্দের মজলিস।
রঙিন পোশাকের সাথে মিশে যায়
উষ্ণ তরলের আস্বাদন।
এক আশ্চর্য বাস্তবতার
জ্বলন্ত ব্যস্ত জীবনচিত্র!
-------------------
🙏