অভিমান করে কুয়াশায় ঢেকে
প্রেমের উত্তাপ কমেকি?
ক্রোধের অগ্নিতে দগ্ধ করিতে
অন্তর শীতল হয়কি?
মিথ্যার জালে ছলনা করিলে
সত্য অপসারণ হয়কি?
ক্ষণিকের আনন্দ প্রত্যাশা করে
অনন্ত সুখ আসেকি?
মুগ্ধ নয়নে আসমান পানে
অন্তর দিয়ে দেখকি?
অনম্ত শূন্যতায় তোমার অস্তিত্ব
অতি নগণ্য নয়কি?
হাসি কান্নার দুর্গম পথে
মসৃণতা আছেকি?
সমস্যা ছাড়া জীবনের গতির
কোনো আনন্দ পাবেকি?
................