এখন ও জেগে আছি
অতি পরিচিত চার দেওয়ালের গণ্ডির আবর্তে,
ভোরের আলোর দ্রুতি প্রবেশ করেছে
ঘুলঘুলির ছিদ্র ভেদ করে আমার শয়নকক্ষে।
আজানের আওয়াজ ভেসে আসে
শরীরের আড়ষ্টতা চেতনাকে জাপটে ধরে।
প্রতিবন্ধকতা ঠেলে উঠতেই হবে,
নব প্রত্যাশায়,
এভাবেই কি কেটে যাবে সারাটা মাস,
সম্পূর্ণ একটি বছর!
একই রকম গতানুগতিক।
বয়সও বাড়ে প্রতিটি সেকেন্ডে নিঃশব্দে।
রং তুলিতে মন চায়
নতুন কিছু চিত্রপট আঁকতে!
কোনো এক অজানা অন্ধকার
পিছন হতে টেনে ধরে।
মন বন্দিত্ব ঘোঁচাতে চায়
মক্ত হতে চায় গতানুগতিক সংকট থেকে,
কিন্তু কঠিন বাস্তবিক পরিস্থিতি
গতিরুদ্ধ করে ।
অজস্র মানুষ হয়তো--
এভাবে নব সৃষ্টিতে অভুক্ত থাকবে
কতকাল!