মানুষ চেনার উপযুক্ত সময়
বিপদে যখন পড়বে,
সহমর্মিতায় স্পর্শ পাওয়াও দুঃস্বপ্ন
কপাল ঠুকেই মরবে।

অজুহাত আর অবহেলার দৃশ্য
অমানবিক রুপ ধরে,
বিশ্বাস আর ভালোবাসা সেখানে
আত্মগোপন করে।

সকলের আরাধ্য অর্থ সম্পদই
সম্পর্ক গাড়ত্ব করে,
এই সম্পদ আরহণে হানাহানিতেই
সম্পর্ক নষ্ট করে।

আত্ম সুখে বিষ্মরণ হয়ে
নিজেদেরই ধংস্ব করি,
পরহিতার্থে আদর্শ মানব ধর্ম
কজনই আঁকড়ে ধরি।

চক্ষু বুজিলে গভীর অন্ধকার
এই মায়াবী সংসারে,
বিচক্ষণ মানুষ বিলক্ষণ জেনেও
তবুও অপকর্মই করে।

তাইতো শুধু অর্থের লালসায়
আমৃত্যু পণ্ডশ্রম কেন?
যথার্থ কর্ম দক্ষতাই অমূল্য
এসত্য অনস্বীকার্য যেনো।

  ************