ঠিক ততোটুক কাঁদতে পারি, যা না হলে
তোমার শেষ স্বপ্নটাও শুকনো থেকে যায়।

কীসের অশ্রু, বলো, পচে যেতে যেতে এবং
ক্ষরিত রক্তবিন্দু মুছে মলম লাগিয়ে ঘা’য়?

শোনো--- স্পট বলছি--- পাতো কান---
আমায় কিঞ্চিৎও আর শোক বেঁচে নেই
চিতায় আগুন জ্বালবে বলে। অমরতায়
জীবিত আছে হৃদয়ের কাছাকাছি নগ্ন ও
জ্বলন্ত অভিমান। সুচারু এই পাপপঙ্কিল
অভাগিনী বাংলাদেশের মতো।

না ঋত্বিক, শীতের রাত কাটলো; দেখো---
না ঋত্বিক, তোমায় ফিরতে হবে এইবারে,
নগরীর দীর্ঘতম ছায়া নিয়ে আমাদের
জীর্ণ কুটিরদ্বারে দাঁড়াতেই হবে।

ঘাসগুলো মুখ তুলছে তাই,
বৃষ্টি পড়ছে আশা ও বিশ্বাসে।


(মহান বাঙালি চলচ্চিত্র পরিচালক শ্রী ঋত্বিক কুমার ঘটকের স্মৃতির উদ্দেশ্যে)