আমাদের দম্ভের সামনে আজ এক
প্রচন্ড বিধ্বংসী মিছিল-
লাল রঙে মোড়া শুধু কতক শরীর
নাকি এক সমুদ্রময় লবনাক্ত ফুল?
আমার এই শ্মশ্রুময় শহরের মাঝে
এ কয়টি লোক তো প্রেমও হতে পারে?
শেষ যবে অতলান্ত ভ্রমন করেছি
বহুমূল্য মুক্তো কুড়িয়েছি ঘিলুময়
আমার বিছানায় যে শরীরী সুবাস
একই সেই কামুক উল্লাস
এই মিছিলে কেন?
লিবিডো আক্রান্ত দেহে
অন্তিম প্রেম নামে-
সোমবার কি আরও তবে অর্থবহ হয়?
মহানগরের এত রাজপথ জুড়ে
গতিময়, নৈসর্গিক এত মানুষ কারা?
ঘামগন্ধ - বনগাঁ লোকাল - কতক শরীর
নাকি আমার অস্তিত্ব যা খুনি বা ধর্ষিত?
আমার এই পিঠের যে বাঁ দিকের ক্ষত
জমাট বাঁধা রক্ত এবং শাসকের হাসি
সেই পুরো বাম দিক হাতের মুঠোয়
শক্তি নিয়ে ছুঁড়ে দেয়
আকাশে -
এ আকাশ-ই বৃষ্টি দেবে,
ধুয়ে দেবে যত আছে স্তাবক - অনুচর;
তাই আমি নয় দরজার ঘর ভাঙি রোজ
সত্য যাতে বিনা বাধায় পাখি হয়ে ওড়ে,
উড়ে পৌঁছে যেতে পারে নক্ষত্রমন্ডলে।
কিছু সত্য রৌদ্রতপ্ত দহন সম্মত
কিছু সত্য রক্ত দিয়ে চেটে নিতে হয়।