বড়ো বেশি বিষণ্ণ লাগে। শ্রান্ত লাগে।
কেন এত লোক আমার নির্জন ঘরে?
মৃত্যুর কাছে গিয়ে এক-দু' দন্ড বসি,
নিরর্থক অদরকারী খোশগল্প হয়---
ক্ষণস্থায়ী আনন্দে পান করি সুরা,
একসাথে শুতে যাই কাঁটার গদিতে।
অল্পকাল, সে চিরকালীন, যদি তা ফুলের---
আমাদের রুধিরে আগুন নিয়ে টিকে থাকা!
ক্লান্তি এসে খেয়ে নেয় কতো সূর্যরঙ,
বড়ো বেশি লোক এই নির্জন গেহে।