জুঁইফুলের গন্ধের মত তোমার দৃষ্টি
আমায় হত্যা করেছে বহুকাল
মদনাচ্ছন্ন দেহের উপাচারে
অমৃতে স্নান করেছি তাই
পরিপক্ব ফলের মত ঝরে গেছে প্রেম
লেবুর গন্ধে তবু সার্থক হয়েছি
শূন্যতম মাঠে তাই নিজেকেই দেখি
পূর্ণতম ধানে আমি নিজেকেই দেখি

আমায় নিত্যনৈমিত্তিকতায় প্রবল ঝড় ওঠে
কুরুক্ষেত্রে পার্থসারথী স্বরূপ আওড়ান
মূর্চ্ছিত গোলাপের মত সারারাত বৃষ্টি পড়ে
শবের শব্দ হয়; জীবন পতনেরও...

তুমি কেবল বিস্ময় হয়ে থাকো!