বেশ তো নিশ্চিন্তে এসে পাশে দাঁড়িয়েছো;
সত্যি বলো, কিচ্ছু কি অভিযোগ নেই?
আমি বড়ো হতভাগ্য---
আরশোলার মতন এই খয়েরি পৃথিবীতে,
যেখানে প্রত্যেক লোক অসুস্থ জরায়,
তোমার হাতের স্পর্শে শুধু আরাম পাই;
নিয়ে চলি; দিতে ব্যর্থ হই সাথে থাকার আশ্বাসও!
অনেক তো নদী-পাহাড়-অরণ্য-বন্যপশু ভালোবেসেছিলেম,
তোমার কাছে এসেই এতো রিক্ততা কেন
যেন একটি মাঝরাতের বিজন শ্মশান?
বেশ তো নিশ্চিন্ত চিত্তে পাশে দাঁড়িয়েছো;
সত্যি বলো, কিচ্ছু কি অভিযোগ নেই?