………… ভাঙ্গাপাত্র ৷
ওরা ভাবে বাংলা যেন কাঁচের পাত্র
ভেঙ্গে হবে খানখান ছোঁওয়া মাত্র।
কিন্তু এবাংলা সয়েছে আঘাত বারবা র
প্রকৃতি ও মানুষ একত্রে করেছে আবার
, কিন্তু প্রকৃতি ব্যর্থ ভাঙতে তার মনোবল
মানুষ লেগেছে তাই ভাঙতে পুরোদল।
কিন্তু এতো নয় সামান্য এক শতদল
ছেঁড়া শক্ত,অর্থ ছলবল সবই বিফল ।
মীরজাফরদের হাতেতেই যে গোণা যায়
মোহনলাল ,মীরমদনরা ভারী সংখ্যায় ।
আর এ দেশ গড়েছে জেন এমন ধাতুর পাত্র
ছোঁবার ইচ্ছাতেই জ্বলে যায় দুষ্কৃতীর গাত্র ।
তাই বলি মিছা হবে বুলি,গুলি আর টাকা
কিছুতেই গুলবাজি সব যাবেনাক ঢাকা