রমজান শেষে আজ দেখা দিল ইদের চাঁদ
কাল খুসির ইদ ,খুসিমানায় নেই কোন ফাঁদ া
মাসব্যপী কৃচ্ছসাধনের হবে সুফল লাভ
নামাজ শেষে এসো গলামিলায় ভূলি অপবাদ ।
সাধ্যমত খাবার এসো ভাগ খক’রে খায় সবাই
দীন দঃখীর চোখে আনি খুষির রোশনাই
তবেই জেন আল্লা রসুল তোমার ভগবান
আশীষ দেবেন ভরিয়ে দেবেন মনপ্রাণ ৷
‘করোনা’বা ওই দৈত্য সেই নিষ্ঠুর আমপান
মনের গভীরে ক্ষতের হবে নাক অধিষ্ঠান ।
ঽ