অগ্নিশিখা
আসানর ঘরে
বাংলার তরে
জ্বালো যে অগ্নিশিখা
তাই হয়শেষে জয়টিকা ৷
ঊনিশ শ একষ্ট্টীর
ঊনিশ মের সকাল
এগার তাজা প্রাণের বলিদান
মানুষ মনে রাখে চিরকাল ৷\
একটা জতির রক্ষায়
কিশোর প্রাণের অভিপ্রায়
৷ নেতারা বোঝেনা সহজে
ঘী নাইযে তাদের মগজে ৷
তিপান্ন বছরের সংগ্রাম
প্রাণবলিঔ হয় অবিরাম
অফশেষে চৌদ্দ সালের
সেপ্টেম্বর আসে এক বিজ্ঞপ্তি
বাংলা পে ল দ্বতীয় ভাষার সবীর্কৃতি ৷
ব্যর্থ হয়নি হিতেশ সত্যেন শচী্ন
সুকোমল চন্ডী তরণী ও বীরেন
সুনীল আর কমলারা ও
পরব্তী প্রজন্মের রক্তধারা ৷
ওরা চেয়েছিল শুধু বাংলা বুলি
নিরীহ প্রতিবাদে প্রতিদানে পেল গুলি
এ খবরে ছড়ায় যে সংগ্রাম
ভাষাশহীদ তোমাদের প্রণাম ৷