তুমি নাকি সৃষ্টিকর্তা ,তুমি নাকি মহান
ধনী দরিদ্র,তস্কর,সাধু সবই তোমার সন্তান
ারন্ধকার বিনা হয়না যে আলোর মূল্যায়ন
সততা বোঝাতে তাই বুঝি তস্করে কর চয়ণ ।
ততোমার সহায় বিনা কোন কাজ জানি পায়না সফলতা
তোমার দয়াছাড়া সম্ভব নয় কোন কাজ কোন কথাা
অগ্নি ্যর্থ হয় তৃণ দহণে,পবন ব্যর্থ তারে বহনে যেথা
এমন শক্তি নাই কারো সৃষ্ট মাঝে আনে ধ্বংস বারতা ।
তাইতো মিনতি জানাই তোমায় অধিশ্বর অধশ্বরীর
ভক্তিতে শক্তি জাগুক বিশ্বে সব অকর্মণ্য ধূপে ।
সতে যেন রাখি সদা মন প্রার্থনাা তোমার সমীপে