তেইশে আগষ্ট
                            আজ হল ভারতের ইতিহাসের এক স্মরণীয় দিন
                            ২০২৩এর এইদিনেই  বিজ্ঞানে এল মান সমীচীন ৷
                             সেদিন সফল হল ভারতের চন্দ্র যান অভিযান
                             বিজ্ঞান মহলে পেয়ে গেল বিশ্বে চতুর্থ স্থান ৷
                              এইদিনে বিশ্বে প্রথম চন্দ্রের দক্ষিণ মেরুতে অবতরণ
                             তারপর সেখানের পৃষ্টে চলে গবেষণার কারণ খনন ৷
                             আর পেল সেথা প্রত্যাশীত ফল তার গর্ভে সঞ্চিত জল
                              প্রাণের সন্ধান না পেলেও মিলল প্রাণ ধারণের স্বপ্নফল ৷৷
                               আর মিলল নানা দুর্প্রাপ্য ধাতুর নানবিধ সঞ্চয়
                               নানারোগের উপসরগ নিরসণ হল বহুদিধ নি্ভয় ৷
                               চারশক্তিরহবে মহাকাশে চারটি  ভাসমান  উপনিবেশ
                               বৈজ্ঞানিক মহলে সকলেই তাতে মন করে অভিনিবেশ ৷৷