ত্যাগের ইদ
          আবার ফিরেছে ত্যাগের ইদ
          করোনা আবহে কেটেছে সিঁদ
          সুদৃঢ় করেছে প্রীতির ভিত
          সম্ভব তাই মনুষ্যত্বের জিত ।
          শুভার্থে আত্মজে দিতে বলিদান
         কার্পণ্য করেনি ইব্রাহিম মহান ,
         সেই আদর্শে দিতেই স্থান
         প্রচলিত হল আজ কোরবান
,        সবে বলে তাই=’আল্লা মহান
        এভাবে সৃষ্টি ত্যাগের জয়গান । ৷
       আজ বিশ্বে দেখি ভোগের দ্বন্দ
       মনুষ্যত্বে ,সত্য জেগেছে সন্দ
      তখন হানাহানি করতেই বন্ধ
      এদিনে এস হই প্রতিজ্ঞাবদ্ধ