স্বামীজিকে
                     গুরু ব্রহ্ম গুরু শক্তি জুরু হল পূর্ণ জ্ঞান
                     ভক্তি দিয়ে তার মাঝ যদি করি সন্ধান ।
                      ভক্তিতেই সৃষ্টি হয় কর তুমি প্রচার
                      নিরাকার ব্রহ্ম তাই পেল চিদানন্দাকার ।
                      এতদিন কোন আদর্শ রাখি নাইতো চিতে
                      আপনারেগড়েছি শুধু আপনারই হিতে ;
                      গীতায় দেখেছি বটে সত্য সাথে প্রেম
                      তত্ত্বময় আধরে যেন তেজোদীপ্ত হেম ।
                      আজ তাই নরলোকে এলে তুমি যোগী
                      সকলে  এলো কাছে বিশ্বের সব ভোগী ।হ
                      আমাদেরই ভালবাসার  শক্ত দড়ি তে টেনে
                      বিশ্বের তরে স্বর্গ হ’তে যোগীরে দয়েছি এনে ।
                      সাম্যের বাণী নিয়ে তাঁরে পাঠিয়েছি বিশ্বসভায়
                      জীবসেবা প্রাধান্য পেল তাঁর ধরমের ব্যাখায় ,
                      দারিদ্র ও যুবশক্তি মর্মে আনিলে তুমি
                     তাইতো ভারতের ধূলিকণা তোমারপূণ্যভূমি ।
                      নূতন ভারত গড়তে চেয়েছ সকলকে নিয়ে
                      জীবেবার অমোঘ বার্তা গেলে তাই দিয়ে ।
                     বিশ্ব তাঁরে আজ মেনে নেয় দেখি অশেষ শ্রদ্ধায়
                     তাই তাঁর  জন্মদিনে এসো সবে প্রণাম জানায় ।
                    আর তাঁর প্রিয় তরুণেরা আজ দিক শক্তির পরিচয়
                   ধ্বংস রুখে হোক সর্বত্র নতূন সৃষ্টির অভ্যূদয়।