সুকুমার রায় জন্মদিনে
আজ সেই শুভদিন যেদিন জন্মনিলে তুমি
সেইসাথে দিল বার্তা শিশুমনে এ বঙ্গভূমি
তোমাদের ভাবনা আর মনের কথা,দুঃখ ব্যথা
প্রকাশের এলো লোক রচিল ছড়া,ছন্দগাঁথা ৷
সেইমত শিশুমনের বার্তা নিয়ে এলো ‘সন্দেশ’
নানাচিন্তা নানাকথা ,নানাখাদ্যৌ ,নানা বেশ ৷
সেইমত পুত্র সত্যজিতে করিলে যে গঠন
সে বুঝিল শিশু থেকে বৃদ্ধ সবাকার মন ৷
তাই সে রচে ‘পথের পাঁচালী’ও ‘সোনার কেল্লা ‘
অক্ষয় রয় তাই তার ছবির ও লেখার অপূর্ব জেল্লা ৷
আজ তব জন্মদিনেbbbঘরেঘরে না বাজুক শাঁখ
প্রতি শিশু মন ,..‘অবাক জলপান ‘বুঝে খাক৷
ে র