শুভ্রা স্মরণে ঃ-বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
এস দেবী ,এসো শুভ্রা বরদে
হেথাকার বেসুরো সরোদে
স্বর্গের সুর তুলে ৷
এসো দেবী ,এসো শুভ্র-বসনে
কলুষিত সব রিপুভর মনে
আনন্দের ঢেউ তুলে ৷
এস দেবী ,এস বিদ্যাদায়িনী
এস চিত্রা বিদ্যাবনমালিনী ,
এস মা অজ্ঞানকুলে ৷
সব মালিন্যর হোক অবসান
জ্ঞান বিদ্যার হোক আবাহন
চন্দনে ,পুষ্পে ,মুকুলে ৷
এসো দেবী ,এসো শুভা বরদে ৷
সুগন্ধী মধুভরা মন –কোকনদ ৷