দে আজ সেই শুভদিন ,শুভ শুক্রবার
এদিন বিশ্বে খা দিলেন ক্ষমার অবতার
নিজে কাঁধে নিলেন মোদের অপরাধ ভার ,
সাগ্রহে বয়ে চলেন ‘ক্রুসকাষ্ঠ’তার
মিথ্যার বেসাতি নির্ভর রাজার বিচার
তাই মেনে নিয়ে দেন ‘শুভ সমাচার’
অচিরে খন্ডিত হয়’ মিথ্যা অপরাধ ভার’
বলেন’ওরা অবোধ বোঝেনা মিথ্যার সাজা
ভাগ্য হয়ে বিচার করেন যে ‘রাজার রাজা ,’
এসো সবে স্মরণ করি আজ সেই অবতারে
তুষ্ট করি তাঁরে কুকাজ না করার অঙ্গীকারে্ ।