সময় সংক্ষেপ
সময় সংক্ষেপ বড়
ধ্বংস দাঁড়ায়ে দ্বারে ,
যাহা পার তাই গড়
সুস্থ চেতনার ব্যবহারে ।
সময় সংক্ষেপ বড়
তাই এসো কাছাকাছি ,
নতুন সমাজ কর
যেথা তুমি আমি মিলে আছি ।
সময় সংক্ষেপ বড়
সবকিছু কর তাড়াতাড়ি,
পুঁজির থলিটা ভর
তবে নয় বাড়াবাড়ি ।