আজ হল চোদ্দই নভেম্বর
এদিন আলোকিত মতির ঘর
নেহরুর ঘরে এল ভবিষ্য নাগর
জহরের মাঝে এক প্রকৃত জহর
ভবিষ্যতের এক প্রধান মন্ত্রীবর
বুকের পকেটে নিয়ে লালগোলাপ
শিশুরে দেয় যে সুন্দর আলাপ
প্রীত শিশুরা তারে বলে সবে চাচা
তাদের দেখায় সে হৃদয়ের খাঁচা ।
সে খাঁচায় ভরা অপার ভালবাসা ,
পায় যারা জাগায় ভবিষ্যের আশা ৷
সেই থেকে আজ পালিত শিশুদিবস
এদিনে কোন শিশু থাকেনা বিরস ৷