শিল্প চায়
কৃষি ও শিল্প কেউ অবহেলার নয়
উভয়ের মাঝে চায় অছেদ্য সমন্বয়
তাইপ্রকৃতির উপর নির্ভর নয় চাষ
চাষের বৈচি্রে চাষ হল বারমাস ৷
একসাথে বহু কিছুর হয় যে চাষ
তাই শিল্প পাবে পণ্য আজদারমাস ৷
ছোট ছোট যন্ত্রে হয় এখন আবাদ
সমবায় সাহায্যে কেউ পরেণা বাদ ৷
কৃষির পণ্য নিত্য যায়শিল্পের চত্বরে
তার উৎপন্ন পণ্য যায় নগরে বন্দরে
দেশের চাহিদা মিটায়ে হয় তা রপ্তানী
চাহিদামত পণ্যের হয় দেশে আমদাণি ৷৷
ে ৷