শিক্ষক দিবসে
দর্শন যাঁর জীবনমন্ত্র
জ্ঞান যাঁর প্র্রাণ
তেমন গুরুর জন্মদিনে
সার্থক দিনের অনুষ্ঠান ।
বিদ্যাবুদ্ধিতে হয়ে শ্রেষ্ট
যিনি গড়েন প্রেমের সেতু
সেই রাষ্ট্রপতি দুঃখ করেন
অপরের দুঃখ হেতু ।
শঙ্করাচার্যের পরবুঝি
সেরা দক্ষিণী উপহার
পণ্ডিত রাষ্ট্র্রপতি মোদের তাই
শিক্ষক পেলেন জাতীয় পুরস্কার ।।
রাষ্ট্রপতি রাধাকৃষ্ণাণের জন্মদিনে
তাই শিক্ষকদিবসের অনুষ্ঠান
হে রাষ্ট্রপতি হে প্রণম্য শিক্ষক
তোমার প্রয়াস সদ্চরিত্রগঠণে
দেশকে দিল যে সবল জাতি
কঠিন সঙ্কল্প তাদের সবার মনে ।
তাই আজ তোমার শুভ জন্মদিন
সব দুরাশায় করল যে মলিণ
হে জাতির শিক্ষক রাধাকৃষ্ণণ
তোমায় আজ করি স্মরণ ।