শিকাগো দিবসে
আঠারোশ তিরানব্বইয়ের সেপ্টম্বরে
বৈভবেভরা আমেরিার শিকাগো সহরে
এক নগ্নপদ ভারতীয়ের হল আবির্ভাব
সে মানুষের চেতনায় আনে নয়া প্রভাব ।
গুরুকৃপাধন্য সেই সন্ন্যাসী নরেন
সম্বোধনেই তো সবে মোহিত করেন
ঋষিদের বানীতে ধ্বনিত বিশ্বভ্রাতৃত্ব
তাঁরই সম্বোধনে পেল অপার স্থায়িত্ব ।
তাঁর কণ্ঠে ধর্মের ব্যাখ্যায় স্তম্ভিত সকলে
শিষ্যের ঢল নামে দেশে বিদেশে দলে দলে ;
মার্গারেট হল তাই জেনো ভগিনি নিবেদিতা
প্রেম ও প্রজ্ঞা তার মনে জ্বালে আলোকচিতা ।
আর গুরুর নরেন হ’য়ে স্বামিজী বিবেকানন্দ
সমাজসেবায় আর শিক্ষা বিস্তারে পান আনন্দ ।
সেই সূত্রে শিকাগো দিবসে আজকরি স্মরণ
এ ইতিহাসের মর্মকা যেন না হই বিস্মরণ ।(১১১১১১১১