শোভা পায়
যা স্বাভাবিক তাই শু ধু শোভা পায়
শোভা পায় ফুলের গগ্ধ
আর জীবনের ছন্দ ................................................................
শোভা পায় গানের তান
চিত্র্রে রেখার টান
আর দরদীর অ শ্রুধারা
সেইমত শোভা পায়
মানুষের মনুষ্যত্ব
পশুরই পশুত্ব
আর জীবনেতে সত্য্ ।
বিপরীতে হিত নাই
জেনেও মানুষ শুধু চায়
তাই এত অবক্ষয়
নাই আদর্শের সঞ্চয়
জীবনের প্রতিপদে তাই
অলক্ষ্যে মৃত্যু হাত বাড়ায় ৷\\\\\\\\\\\\\\\\\\\\\\\\