বহু ঝড়ঝাপ্টায় খিন্ন অটবী
       তার বিষহ্নতায় মুগ্ধ পৃথিবী
       দেখে তার জীবনীশক্তি
       কখনো না হারায় কেমনে
     শুধু একগুচ্ছ শিকড়ের টানে ।
     তেম্নি করোনা ও আমফানের আক্রমণে
     বিধ্বস্ত জনপদের মানুষ
     আর প্রকৃতি নদীর ভাঙনে
     লুপ্তপ্রায় ক্ষতবিক্ষত বাদাবনে
     তবু বেঁচে আছে শিকড়ের টানে
ে   এই প্রকৃতির অনুসরণে
    আমরাও রব অজেয় অমর
   কারণ আমাদেরও আছে
  ইতিহাস ও সংস্কৃতির শিকড় ।