সমাজ তার কল্যাণে গড়ে বহু রীতি                  
শ্রেষ্ঠজনে শ্রদ্ধা করার এক নীতি ৷                      ,
বয়সে বড় ,গুণেদড়সে হল শ্রেষ্ঠ                    
তারই বিচারে হতে হবে একনিষ্ঠ                                             করতে জীবনযুদ্ধ ,
নূতন পথ তবে কিভাবে আসবে মগজে    
নইলে যে নদী নালা বিল সবই যাবে মজে ৷           ৷                    থাকে কেন তবু রুদ্ধ  ৷
সেইমত তাঁদের যদি ভূলি ক্ষণে ক্ষণে                  ,
ঐতিহ্য ,সংস্কৃতি না রাখি ভাই স্মরণে                      ;
তবে তো অচিরেই পাবে লোপ এ জাতি ,                
তার সাথে দেখবো যে চির আঁধার রাতি ৷              
প্রজন্মে পজন্মে এই অবহেলা ,ব্যবধান                  ,
নিত্য কলুষিত ক’রে সাংস্কৃতিক মান  ৷                
এও এক দূষণজেনো, ভূষণ হয় যদি                  
অচরেই স্রোতহীন হবে প্রগতির নদী ৷              ৷
ধ্বংস হবে অতীতের সব মহান সাক্ষী              
তাকে রক্ষায় বর্তমানে হতেহবেরক্ষী ৷               ,
নইলে যে তাজমহলেরস্ফটিক দেহে                ৷                  জমিতে লাগায়নি কল ৷
সেইরূপ অবনীন্দ্র ,নন্দলাল,বেইজের কাজ,        
ভাষ্কর্য মাখা বহু স্থাপত্য করবেনা বিরাজ ৷              ,
শ্রদ্ধারচোখে যদি অতীতেরে দেখে থাকি              
তবে ভবিষ্যৎ সুখের হ’তে রবেনা বাকি