অনন্ত কালের দিকে ছুটে চলে দুরন্ত সময়
তার প্রতি পলে পলে জীবনেতে জাগে শিহরণ ,
প্রতিটি শিহরণেথাকে কত কৌতুক ,ভয় ,
ধর্মে ,কর্মে ,মর্মে কোথা তার বিবরণ !
জানিনা কী অদ্ভূত ,অব্যক্ত ,অসীম সময় ,
দুর্বিসহ জীবনেও আনে সুখকল্পনার বিস্তার ,
কী চায় ,কী পায় ,কতখানি হয় তার ক্ষয় ,
কিছুই তো জানা নাই ,তাই উঠে হাহাকার । ।
জীবনে তবু পায় শত শত দৃষ্টির অভ্যুথ্থান ,
আর মৃত্যুরূপে জমাট সে অন্ধকার ,
জন্মে জন্মে তাই ক্ষীণ চৈতন্যের ব্যবধান ;
সময়কে ধরতে তাই হাঁপায় এ সংসার । ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------