• শহীদ তোমায়
শহীদ তোমার চরণে নোয়ায়ত
মোদের উচ্চ শির
মাটি মায়ের যোগ্য সন্তান
প্রিয় এ ধরণীর ।
তোমার বুকে আগুন জ্বলে
অনাচারের গন্ধতে
সকল কাঁটা তুচ্ছতো তাই
তোমার জয়ের পথে
তুমি কখনো হয়েছ মঙ্গল পান্ডা
কখনো বা রাণী লক্ষীবাঈ
কখনো হয়েছ বীরসা মুন্ডা
কখনো সিধু কানু সিপাই৷
কখনো দেখেছি সন্তানদলে
আমাদের গীতা ‘আনন্দমঠে’
কখনো পেয়েছি ‘ঘরে বাইরে ‘
কখনো বা ‘পথের দাবী’র মাঝে ৷
কখনো এল বীর ক্ষুদিরাম
কখনো বা সত্যেন কানাই
এসেছে সূর্য্য,যতীনরা অবিরাম
কখনো সুনীতি ,মাতাঙ্গীমায় ৷
তোমাকে দেখেছি মহাযুদ্ধে
বৃটিশের সৈন্যসাথে
তোমাকে দেখেছি দেশরক্ষার
সব ভার নিতে মাথে ।৷
তোমাকে দেখেছি সর্বদায়
শত্রুরে দিতে তাড়িয়ে
তোমাকে দেখেছি আর্তের সেবায়
সদা হাত দিতে বাড়িয়ে ৷
তোমাদের খুনে রাঙা হয় মাটি
ভয়কে করেছ তুচ্ছ ভাই
তোমাদের কাজে গর্বিত দেশ
তাইতো সেলাম জানাই ৷