রক্ত চাই
           রক্ত চাই,রক্ত নাই শুনি হট্টগোল
           রক্তের অভাবে দেখি উঠে হরিবোল ।
           রক্তের অভাবে হয় নানাবিধ রোগ
           থ্যালেসিমিয়া শিশু করে কষ্টভোগ ৷
            রক্তের বদলে কেউ দেয় স্বাধীনতা
            রক্ত চেয়ে কেউ হারায় মানবতা ।
            রক্ত দিয়ে কেউ বাঁচায় দেখ বহুপ্রাণ
            এভাবেই বহু প্রাণ দিয়ে হয় কেউ মহান ।
             রক্তের শ্রেণী আছে নাই তার জাতিভেদ
             রক্ত নিতে জাতিভেদে শুধু রয়ে যাবে খেদ ।
              সকল সবল লোকের কাছে তাই অনুরোধ
              রক্ত দিয়ে তাই জাগাও নিজ মানবতাবোধ ৷


         চৌদ্দই জুলাই