বৃষ্টি আসার সময় নাই
বৃষ্টি আসার কোন সময় নাই
খুসীমত আসে আর যায়
এভাবেই হয় সবুজের সৃষ্টি
আসে দেশে নানা অনাসৃষ্টি ৷
যেমন কালরাতেই হয় এক পশলা বৃষ্টি
তাতে ধুয়ে মুছে নিয়ে গছে সব জঞ্জাল
আর হয়েছে যেন সবুজের সৃষ্টি
আর বেড়িয়ে পড়েছে নর্দমার হাল ৷
তবে সন্ধ্যের মেঘলা থমথমে ভার
এখন জেনো আর দেখা যায় না
তবে বালিসটা ভিজে স্য।তসেঁতে
সাক্ষ্য দিচ্ছে রাতভর হওয়া বৃষ্টির পরিমাফ
তবে অশ্রু সাথের সব অভিমান
ধুয়ে মুছে হয়ে গেছে সব সাফ ৷
তাই বলি বৃষ্টির কোন সময় নাই
খুসীমত তা আসে আর যায়
তবে তার কিছু ছাপ রয়ে যায়৷
অনাসৃষ্টির পরও কিছু সৃষ্টি হয়
সেই সৃষ্টিই রসময় রূপময় হয় ৷