চল চল ভাই সেই রাঙা মাটির দেশে যাই
যেথা গেলে রবির বাউল মনের হদিশ পায় ৷
ওরে জানিস কি নগর ছেড়ে দেবেন ঠাকুর
এলেন এই গ্রামে শান্ত পেয়ে ছায়ায় ঘেরাপুকুর
ছাতিমতলায় গড়েনতিনি যেন এক পঞ্চবটীবন
রবীন্দ্রনাথকরেন সেথা তপোবনী শিক্ষার আয়োজন ৷
দেশবিদেশের যত চেনা জ্ঞানীগুণী থা কে
হাজির তারা শিক্ষাদানে তাঁর সে কোমল ডাকে ৷
এলেন সেথা শিল্পগুরু ন্ন্দলাল শিল্প শিক্ষকরূপে
এলেন কত জ্ঞানীগুণী প্রকাশে্য্য ও চুপে চুপে
এভাবেই গড়ে উঠে শিক্ষার শান্তিনিকেতন
পাশে নিয়ে কৃষি ও শিল্পসম্ভার নিয়ে শ্রীনিকেতন ৷
চল ভাইঘুরে আসি একবার সেই পূণ্যধামে
যেথা আজও লোকে মাথা করে নত স্রষ্টার নামে ৷৷
৭