রঙ খেলা
কৃষ্ণ দেখি ছোটে হাতে নিয়ে পিচকারী
রাধা করে তাষ সে রঙেের তল্পীদারী ৷
এভাবে মাতিয়ে রাখে মথুরা বৃন্দাবন
যূগে যূগে ওদের সব দোসর সর্বজন ৷
ক্রমে গুরত্ব হারায় কলের গতিতে হায়
তই তারে পুনর্জীবন দিতে আসে নদীয়ায়
এ যূগের কৃষ্ণ হয়ে আসেন যে নিমাই ৷
মাতে বঙ্গ ও উৎকল সাথে বৃন্দাবন
নিতাই ও নিমাই সাথে মাতে বহুজন
আসে তাই খোল আর মুখে হরিবোল
খেলে সব ভেষজ রঙ তাই লাগে দোল ৷
নাচে গায় আর মুখে বলে হরি হরিবোল
এভাব বাজে খোল মরমে লাগে দোল ৷