রমজান এলো ঃ
আজ চব্বিশে শুরু হল রমজান মাল
মুসলিম ভাই শুরু করে দিনভর উপবাস
উপবাসে দুর্বল তবু তাদের দৃঢ় অভিলাস
কিছুতেই ঘাট মানা নয় জঙ্গীদের সন্ত্রাস
তেমনি হার মানা নয় ‘করোনা ভাইরাস’।
লকডাউন যতই দিক নাক আপাত ক্লেশ
থামবেনা তারা শত্রু সব না হলে শেষ ।
নাইবা হল মসজিদে কোনই জমায়েত
ঘরে ঘরে আল্লা ভজনায় পড়বেনা ছেদ ।
এসো সবে দোয়া মাঙ্গি রোজ রমজান মাসে
সব বাধা দূর হয়ে সুখ আর শান্তি যেন আসে ।